মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

যিলহজ্জ মাসে যে তাকবীর বলার কথা এসেছে তার নির্দিষ্ট সময় জানিয়ে বাধিত করবেন ।


প্রশ্নঃ       যিলহজ্জ মাসে যে তাকবীর বলার কথা এসেছে তার নির্দিষ্ট সময় জানিয়ে বাধিত করবেন ।

উত্তরঃ      এ ব্যাপারে সবচেয়ে উত্তম হল আরাফার দিন সকাল হতে মিনায় অবস্থানের শেষ দিন আছর পর্য্ন্ত তাকবীর পাঠ করা । তবে যিলহজ্জের প্রথম দিন হতে কুরবানীর পরের দিন পর্য্ন্ত তাকবীর পাঠ করা যায় (মিরআত ৫/৯০ পৃঃ) । আলী (রাঃ) আরাফার দিন ফজরের পর থেকে ঈদের পরের তিন দিনের শেষ দিন আছর পর্য্ন্ত তাকবীর পাঠ করতেন (ইরওয়া ৩/১২৫ পৃঃ) । তবে ঈদুল ফিতরের দিন ফজর হতে ঈদের সালাত পর্য্ন্ত তাকবীর পাঠ করার প্রমাণ পাওয়া যায় (ইরইয়ালুল গালীল হা/৬৫০) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন