মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

গর্ভবতী মহিলা নফল সিয়াম পালন করতে পারে কি ?


প্রশ্নঃ       গর্ভবতী মহিলা নফল সিয়াম পালন করতে পারে কি ?

উত্তরঃ      গর্ভকতী মহিলার জন্য নফল সিয়াম না রাখাই ভাল । কারণ ফরজ সিয়ামের ব্যাপারে তাকে ছাড় দেয়া হয়েছে । আনাস (রাঃ) বলেন , নবী করীম (সাঃ) বলেছেন , আল্লাহ তায়ালা মুসাফিরকে সিয়াম পালনের ব্যাপারে ছাড় দিয়েছেন এবং সালাত অর্ধেক করে দিয়েছেন । আর গর্ভকতী ও বাচ্চাকে দুধপানকারিনী মহিলাকে সিয়াম পালন করার ব্যাপারে ছাড় দিয়েছেন (নাসাঈ হা/২২৭৪ , ২২৭৫) । গর্ভবতী ও দুগ্ধপানকারিনী মহিলা বাচ্চার ক্ষতির আশংকা করলে সিয়াম ছেড়ে দিয়ে তার ফিদইয়া স্বরুপ অন্যকে খাদ্য খাওয়াবেন (আবু দাউদ হা/২৩১৮) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন