প্রশ্নঃ ইব্রাহিম ( আঃ ) আমাদের নাম রেখেছেন মুসলিম । প্রশ্ন হলো পূর্বের নবী-রাসূলগনের অনুসারীদের নাম কি ছিল ?
উত্তরঃ শুধু আমাদের নামই মুসলিম নয় ; বরং সকল নবীর উম্মাতের নাম ছিল মুসলিম । আল্লাহ তায়ালা তাঁর একনিষ্ঠ বান্দাদের নাম রেখেছেন মুসলিম । আল্লাহ তায়ালা বলেন , ‘এবং জিহাদ কর আল্লাহর পথে যেভাবে করা উচিত ; তিনি তোমাদের মনোনিত করেছেন । তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেননি ; এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত । পূর্ব হতেই তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম’ ( হাজ্জ - ৭৮ ) ।
উল্লেখ্য , ইব্রাহিম ( আঃ ) আমাদের নাম ‘মুসলিম’ রেখেছেন মর্মে যে কথা চালু আছে তা সঠিক নয় । আয়াতে উল্লেখিত ‘হুয়া’ সর্বনাম দ্বারা আল্লাহকে বুঝানো হয়েছে । যেমন পূর্বের ‘হুয়া’ দ্বারা আল্লাহকে বুঝানো হয়েছে । মুজাহিদ (রঃ) বলেন , এর অর্থ হলো , আল্লাহ তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ হিসাবে এবং পূর্ববর্তি কিতাব সমূহে এবং এই কিতাওব ( অর্থাৎ কুরআনে ) ।( তাফসীরে ইবনে কাছীর : উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য ) । তবে নাম হলো আক্বীদাগত ও আদর্শগত । কেননা আক্বীদাগত ভাবে বিশ্বের সকল মানুষ মূলতঃ দু‘ভাগে বিভক্ত মুসলিম ও কাফির ( তাগাবুন - ২) । মুসলিমগণ আাল্লাহতে বিশ্বাসী এবং কাফিরগণ অবিশ্বাসী । এর পরেও মুসা ও ঈসা (আঃ) এর উম্মাতকে আল্লাহ ইয়াহুদ ও নাছারা হিসাবে পরিচয় দিয়েছেন । উম্মাতে মুহাম্মাদীর মধ্যে মুহাজির ও আনছারদেরকে স্ব-স্ব বৈশিষ্ট্যগত নামে আল্লাহ প্রশংসা করেছেন (তওবা - ১০০) । একই ভাবে রাসূল (সাঃ) পরবর্তি বংশধরগণকে ‘আহলুল হাদীস’ নামে প্রশংসা করেছেন ( হাকেম ১/৮৮ প্রভৃতি ; ছহীহাহ হা/ ২৮০ ) । আর এসব নাম মূলত পরিচিতির জন্য ( হুজুরাত - ১৩) । তবে বস্তুতঃ সর্বোত্তম সেই ব্যক্তি , যিনি সর্বাধিক আল্লাহভীরু ( হুজুরাত - ১৩) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন