রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

সহো সিজদার সঠিক পদ্ধতি কি ?


প্রশ্নঃ       সহো সিজদার সঠিক পদ্ধতি কি ?

উত্তরঃ      রাকআত কম হলে বা বেশী হলে অথবা কত রাকআত হয়েছে তা নির্ণয় করতে না পারলে কিম্বা তাশাহহুদ ছুটে গেলে সহো সিজদা দিতে হবে । রাকআত কম হলে পূর্ণ করার পর তাশাহহুদের বৈঠক শেষ করে দুটি সিজদা দিতে হবে । রাকআত বেশী হলে সালাম ফিরানোর পরে হোক অথবা আগে হোক দুটি সিজদা দিয়ে সালাম ফিরতে হবে । তাশাহহুদ ছুটে গেলে সিজদা দেয়ার পর সালাম ফিরতে হবে । (বুখারী , মুসলিম , মিশকাত হা/১০১৪ , ১০১৫ , ১০১৭ , ১০১৮) । তবে ডাইনে একটি সালাম দিয়ে সিজদায়ে সহো করার প্রচলিত প্রথার কোন ভিত্তি নিই । অমনিভাবে সিজদায়ে সহো করার পরে তাশাহহুদ পড়ারও কোন সহীহ হাদীস নেই (সালাতুর রাসূল পৃঃ৮৪) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন