প্রশ্নঃ কালেমায়ে ত্বাইয়েবা কোনটি ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।
উত্তরঃ কালেমা ত্বাইয়েবা হচ্ছে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ অর্থঃ ‘নেই কোন উপাস্য আল্লাহ ব্যতীত’ । আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন , ‘কালেমায়ে ত্বাইয়েবাহ’ হ’ল , ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ (তাফসীরে কুরতুবী , তাফসীরে ইবনে কাছীর , ইবরাহিম-২৪ নং আয়াতের তাফসীর দ্রঃ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন