শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১১

ইমাম আবু হানীফা (রহ:) ৪০ বছর ঘুমাননি।


প্রশ্ন : আল-আক্বাইদ ফাযিল গাইডে লেখা হয়েছে যে, ইমাম আবু হানীফা (রহ:) ৪০ বছর ঘুমাননি। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর: উক্ত বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া ইমাম ছাহেব এক ওযূতে ফজর পড়েছেন ৪০ বছর যাবৎ (২) তিনি প্রতি রাকআতে এক খতম কুরআন পড়তেন (৩) প্রতি রাতে এশার হাযার রাকআত ছালাত পড়তেন (৪) যে স্থানে তাঁর মৃত্যু হয়, সে স্থানে তিনি সাত হাযার বার কুরআন খতম করেন ইত্যাদি বিষয়ে আল্লামা আব্দুল হাই লাক্ষ্ণৌভী হানাফী (রহ:) বলেন, ইবাদতে বাড়াবাড়ি স্রেফ বিদআত। যারা এসব কথা বলে, তারা সবচেয়ে বড় বিদআতী ও বড় জাহিল (দ্র: মুক্বাদ্দামা শরহে বেক্বায়াহ (দেউবন্দ ছাপা) পৃ: ৩৬-৩৭)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন