শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১১

এমতাবস্থায় কি দু’রাক‘আত সালাত পড়ে বসতে হবে , না দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে


প্রশ্নঃ       মাগরীব সালাতের অল্প সময় পূর্বে মসজিদে উপস্থিত হয়ে সমবেত মুসল্লিদের উপবিষ্ট দেখা যায় । এমতাবস্থায় কি দুরাকআত সালাত পড়ে বসতে হবে , না দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে ?

উত্তরঃ      এ সময় দুরাকআত সালাত আদায় করার পর সুযোগ থাকলে দুরাকআত সালাত আদায় করে বসবেন যদি সালাত আদায় করার সুযোগ না থাকে তাহলে দাঁড়িয়ে অপেক্ষা করবেন । কারণ রাসূলুল্লাহ (সাঃ) দুরাকআত সালাত আদায় না করে বসতে নিষেধ করেছেন (বুখারী , কিতাবুস সালাত হা/৪৪৪ , কিতাবুল জুম হা/১১৬৭ ; মুসলিম হা/৭১৪ ; সহীহ তিরমিযী হা/৩১৬) । এছাড়া মাগরীবের ফরজের পূর্বে দুরাকআত সালাত আদায় করার কথা সহীহ হাদীসে এসেছে (বুখারী কিতাবুল জুম হা/১১৮৩ ; সহীহ আবু দাউদ হা/১১৮১) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন