প্রশ্নঃ আমরা জানি শিরক বড় গুনাহ । এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কি?
উত্তরঃ শিরক একটি অমার্জনীয় পাপ (নিসা-৪৮) । যাকে আল্লাহ মহা যুলুম বা অন্যায় বলে আখ্যায়িত করেছেন (লোকমান-১৩) । তবে সে প্রকৃতপক্ষে অনুতপ্ত ও লজ্জিত হয়ে শিরক থেকে ফিরে আসলে এবং আমলে সালেহ করলে আল্লাহ তার তওবা কবুল করবেন । আল্লাহ বলেন , ‘তবে যারা তওবা করে , বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গোনাহকে পূণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন । আল্লাহ ক্ষমাশীল , পরম দয়ালু । যে তওবা করে ও সৎকর্ম করে , সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে’ (ফুরক্বান-৭০-৭১) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন