রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

মহিলাদের ফরজ সালাতে ইক্বামাত দিতে হবে কি ?


প্রশ্নঃ       মহিলাদের ফরজ সালাতে ইক্বামাত দিতে হবে কি ?

উত্তরঃ      মহিলাদের ফরজ সালাতে ইক্বামাত দিতে হবে । কারণ ইক্বামাত একটি যিকির । আয়েশা (রাঃ) আযান দিতেন , ইক্বামাত দিতেন এবং মহিলাদেন ইমামতি করতেন , তিনি তাদের মাঝে দাঁড়াতেন (বায়হাক্বী , ফিক্বহুস সুন্নাহ ১/১৪৪) । মহিলাদের আযান ইক্বামাত দিতে হবে না মর্মে বর্ণিত হাদীসটি যঈফ (তামামুল মিন্নাহ ১৫৩ পৃঃ ; ফিক্বহুস সুন্নাহ ১/১৪৪ ) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন