রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি ?


প্রশ্নঃ       জায়গা সংকুলান না হলে একই ঈদগাহে একাধিক জামাআত করা যাবে কি ?

উত্তরঃ      একই ঈদগাহে একাধিক জামাআত করা যাবে না জায়গা সংকুলান না হলে ঈদের মাঠ বড় করে অথবা অন্য কোন খোলা ময়দানে একই স্থানে ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করবে রাসূল (সাঃ) ও সাহাবায়ে কেরাম একই মাঠে একাধিকবার ঈদের জামাআত করেছেন , মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না এক মাঠে একাধিক জামাআত হলে নিম্নোক্ত সমস্যাগুলো দেখা দিবেঃ
(যারা পরে পড়বে তারা সঠিক সময়ে পড়তে পারবে না অথচ নবী করীম (সাঃ) সূর্য উঠার পর পরই সালাত আদায় করতেন (ইবনে মাজাহ হা/১৩১৭ ; আবু দাউদ হা/১০৪০)
(জামাআত চলাকালীন পরের জামাআতের আশায় দাঁড়িয়ে থাকবে যা সুন্নাতের বরখেলাফ
(বড় জামাআতের নেকী হতে বঞ্চিত হবে
(আগে ও পরে পড়া নিয়ে দ্বন্দ্ব হবে
(সুন্নাত অনুযায়ী দীর্ঘ খুৎবা দেওয়ার সুযোগ হবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন