প্রশ্নঃ জন্মনিয়ন্ত্রনের উদ্দেশ্যে অস্ত্রোপচার করানো ব্যক্তির ইমামতিতে সালাত আদায় হবে কি ?
উত্তরঃ জন্মনিয়ন্ত্রনের জন্য অস্ত্রোপচার করানো গুনাহের কাজ । কিন্তু এ গুনাহের কারণে কেউ অমুসলিম হয় না । অতএব প্রশ্নেউল্লেখিত ব্যক্তি যেহেতু একজন মুসলিম সেহেতু তার পিছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে । কিন্তু যদি অধিকাংশ মুছল্লি শরী‘আত সম্মত কোন কারণে কোন ইমামের পিছনে সালাত আদায় করতে না চাওয়া সত্ত্বেও তিনি ইমামতি করেন তাহ’লে ইমামের সালাতে সমস্যা হবে মুছল্লিদের নয় । রাসূলুল্লাহ (সাঃ) বলেন , ‘তিন শ্রেনীর মানুষের সালাত কবুল হয় না …… (তাদের একজন হচ্ছে) সেই ইমাম লোকেরা যাকে অপছন্দ করা সত্ত্বেও সে ইমামতি করে’ । (আবু দাউদ , ইবনু মাজাহ , মিশকাত হা/১১২৩ ‘ইমারত’ অনুচ্ছেদ ; সহীহ তিরমিযী হা/৩৬০) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন