রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

ক্বাযা সালাতের সুন্নাত আদায় করতে হবে কি ?


প্রশ্নঃ       ক্বাযা সালাতের সুন্নাত আদায় করতে হবে কি ?

উত্তরঃ      ক্বাযা সালাতের সুন্নাত আদায় করা ভাল । রাসূলুল্লাহ (সাঃ) ফজরের ক্বাযা সুন্নাত আদায় করেন । একদা তিনি (সাঃ) ঘুমিয়ে যান । তিনি সূর্য্ উঠার পর ফজরের সালাত আদায় করেন । প্রথমে সুন্নাত পড়েন ও পরে ফরজ পড়েন (মুসলিম হা/৪৭৩ ; ফিক্বহুস সুন্নাহ) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন