রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

এজন্য স্ত্রীর গোনাহ হবে কি ?


প্রশ্নঃ       রামাযানে দিনের বেলায় স্বামী যদি স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাস করে তাহলে এজন্য স্ত্রীর গোনাহ হবে কি ? এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি ?

উত্তরঃ      রামাযানের সিয়াম পালন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ (বাক্বারাহ-১৮৩) । সুতরাং স্বামী যদি সিয়াম পালনকারী স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাস করে তাহলে সে গোনাহগার হবে । এক্ষেত্রে স্ত্রী দায়ী হবে না । কেননা রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন , আল্লাহ তায়ালা আমার উম্মাতের ভুলবশতঃ ও বাধ্যগত অবস্থায় কৃত অপরাধ ক্ষমা করে দিয়েছেন (ইবনু মাজাহ হা/২০৪৫) । এমতাবস্তায় স্বামীকে উক্ত ছিয়ামের ক্বাযা ও কাফফারা দুটিই আদায় করতে হবে । আর স্ত্রীকে কেবল উক্ত সিয়ামের ক্বাযা আদায় করতে হবে (ফিক্বহুস সুন্নাহ ১/৫৩৪ পৃঃ) । এরুপ সিয়াম ভঙ্গের কাফফারা হচ্ছে একজন ক্রীতদাস মুক্ত করা , কিম্বা দুমাস একাধারে সিয়াম পালন অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন