মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

যিলহজ্জ মাসে আইয়ামে বীযের নফল সিয়াম পালন করা যাবে কি ?


প্রশ্নঃ       যিলহজ্জ মাসে আইয়ামে বীযের নফল সিয়াম পালন করা যাবে কি ?

উত্তরঃ      আইয়ামে বীযের সিয়াম পালনকারী ব্যক্তিগণ যিলহজ্জ মাসে ২দিন সিয়াম পালন করবেন । কারণ প্রতি মাসে দুটি সিয়ামও পালন করা যায় । নবী করীম (সাঃ) এক ব্যক্তিকে বললেন , তুমি প্রতি মাসে একদিন সিয়াম পালন কর । লোকটি বলল , আমি এর চেয়ে বেশী পারব । রাসূলুল্লাহ (সাঃ) বললেন , তুমি প্রতি মাসে দুদিন সিয়াম পালন কর । লোকটি বলল , আমি এর চেয়ে বেশী পারব । রাসূলুল্লাহ (সাঃ) বললেন , তুমি প্রতি মাসে তিনদিন সিয়াম পালন কর (নাসাঈ হা/২৪৩৪ , ২৩৯৪) । তবে যিলহজ্জের ১৪ , ১৫ ও ১৬ তারিখও রাখতে পারেন (আবু দাউদ হা/২৪৫৩) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন