প্রশ্নঃ বাড়ীতে অবস্থান কালে অধিকাংশ সময় যদি মহিলাদের মাথায় কাপড় না থাকে তাহলে পাপ হবে কি ?
উত্তরঃ মহিলাদের জন্য পুরুষ থেকে পর্দা করা ফরজ (নূর-৩১) । বাড়ী যদি চারিদিকে পর্দা ঘেরা হয় এবং সেখানে বেগানা পুরুষ না থাকে কিম্বা তারা যথেচ্ছ যাতায়াত না করে , তাহলে মাথা খোলা থাকলে কোন অসুবিধা নেই এবং এজন্য গোনাহ হবে না । আল্লাহ বলেন , ‘তারা যেন তাদের স্বামী , পিতা , শ্বশুর , পুত্র , স্বামীর পুত্র , ভ্রাতা , ভ্রাতুষ্পুত্র , ভাগ্নিপুত্র , স্ত্রীলোক , অধিকারভুক্ত বাদী , যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে’ (নূর-৩১) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন