প্রশ্নঃ মৃত ব্যক্তিকে গোসলের পূর্বে ৭টি মাটির ঢেলার মাধ্যমে পায়খানার দ্বার মুছে নেয়ার পর পানি দ্বারা গোসল করাতে হয় । একথা কি ঠিক ?
উত্তরঃ একথা ঠিক নয় । মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম হচ্ছে ওযু করানোর পর গোসল দেয়া (বুখারী , মুসলিম , মিশকাত হা/১৬৩৪) । কাজেই গোসলের পূর্বে ওযু ছাড়া অন্য কিছুই করা উচিত নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন