শনিবার, ৬ আগস্ট, ২০১১

ঋতুবতী নারীদেরকে ঈদের ছালাতের


প্রশ্নঃ  : ঋতুবতী নারীদেরকে ঈদের ছালাতের দোআয় শরীক হতে বলা হয়েছে। এখানে কি হাত তুলে দোআর কথা বলা হয়েছে।

উত্তর : হাত তুলে দো
আ করার কথা বলা হয়নি। বরং দোআয় শরীক হওয়ার অর্থ হল তারা পুরুষের সাথে তাকবীর পাঠ করবে এবং ইমামের খুৎবা, উপদেশমূলক বাণী ও যিকির-আযকারে শরীক হবে (মিরআত ৫/৩১ পৃঃ)। নবী করীম (ছাঃ) বলেন, ঋতুবতী নারীরা পুরুষদের সাথে তাকবীর পাঠ করবে (বুখারী হা/৯৭১; মুসলিম হা/২০৫৫, ১/২৯১ পৃঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন