প্রশ্নঃ মৃতব্যক্তি কিম্বা মুমুর্ষ ব্যক্তির শয্যাপার্শ্বে বসে কুরআন তিলাওয়াত করা যাবে কি ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।
উত্তরঃ মৃত ব্যক্তির নিকট কুরআন তেলাওয়াত করা যাবে না । কারণ রাসূলুল্লাহ (সাঃ) হ’তে এ মর্মে কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি । রোগী যদি এরুপ অবস্থায় থাকেন যে , তিনি কুরআন শুনতে চাচ্ছেন , তাহ’লে তার নিকট কুরআন পাঠ করলে তিনি এর দ্বারা উপকৃত হবেন । আর যদি তার জ্ঞানই না থাকে তাহ’লে তার নিকটে কুরআন পাঠ করা যাবে না এবং জ্ঞান থেকেও যদি পাঠ করতে না বলেন তাহ’লেও পাঠ করা যাবে না । কারণ এরুপ অবস্থায় উপকার করার মানসিকতা নিয়ে পাঠ করতে গিয়ে বিরাট ধরনের অপকার হয়ে যেতে পারে । কারণ রোগী বিরক্ত হতে পারে ।এমনকি বলে ফেলতে পারে , আমি এসব কিছুই বিশ্বাস করি না । (নাউযুবিল্লাহ মিন যালিক) । অতএব যদি শুনতে চায় ও পাঠ করতে বলে তাহ’লেই পাঠ করা যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন