মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

জুম‘আর দিন নফল সিয়াম পালনে শারঈ কোন বিধি নিষেধ আছে কি ?


প্রশ্নঃ       জুমআর দিন নফল সিয়াম পালনে শারঈ কোন বিধি নিষেধ আছে কি ?

উত্তরঃ      নির্দিষ্ট করে কেবল জুমআর দিনে সিয়াম পালন করা যাবে না । তার সাথে আগে অথবা পরে একদিন যোগ করে সিয়াম রাখতে হবে । আবু হুরায়রা (রাঃ) বলেন , রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন , তোমাদের কোন ব্যক্তি যেন শুধু জুমআর দিন নির্দিষ্ট করে সিয়াম পালন না করে । তবে তার একদিন আগে অথবা একদিন পরে রাখলে জুমআর দিন রাখা যাবে (মুত্তাফাক্ব আলাইহ , মিশকাত হা/২০৫১ নফল সিয়াম অনুচ্ছেদ ; আবু দাউদ হা/২৪২০) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন