প্রশ্নঃ কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা যাবে কি ? কেউ তাদের সাথে সম্পর্ক রাখলে তার পরিণাম কি হবে ?
উত্তরঃ কাদিয়ানীরা যেহেতু নবী মুহাম্মাদ (সাঃ) কে সর্বশেষ নবী হিসাবে স্বীকার করে না , সেহেতু তারা মুসলিম নয় , কাফির । কাফিরদের সাথে যেমন সম্পর্ক রাখা যায় না , অনুরুপভাবে তাদের সাথেও সম্পর্ক গড়া যাবে না (নিসা ৪/১৪৪ , মায়েদা ৫/৫১ , ৫৭) । যে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবে , সে তাদেরই অন্তর্ভূক্ত গণ্য হবে (আহমাদ , আবু দাউদ , মিশকাত হা/৪৩৪৭) । তবে সাধারণভাবে সামাজিক সম্পর্ক থাকতে পারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন