প্রশ্নঃ জুম‘আর খুৎবা কয়টি ? হানাফী মসজিদে খুৎবার আযানের পূর্বে বাংলায় দীর্ঘ সময় বয়ান করতে দেখা যায় । অতঃপর খুৎবার আযানের পরে আরবীতে ২টি খুৎবা পাঠ করা হয় । এত খুৎবা তিনটি হয়ে যায় । এটা কতটুকু হাদীস সম্মত ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।
উত্তরঃ জুম‘আর খুৎবা দু’টি । রাসূলুল্লাহ (সাঃ) দাঁড়িয়ে খুৎবা দিতেন এবং মাঝে বসতেন । অতঃপর বসা থেকে উঠে দ্বিতীয় খুৎবা দিতেন (বুখারী , ‘কিতাবুল জুম‘আ’ হা/৯২৮ ; মুসলিম ‘জুম‘আ’ হা/৮৬১ ; আবু দাউদ হা/১০৯২) । খুৎবার পূর্বে বয়ান করার সমর্থনে কোন হাদীস নেই । রাসূলুল্লাহ (সাঃ) এ যুগে , সাহাবীগণের যুগে , তাবেঈ ও তাবে’ তাবেঈগণের যুগেও এরুপ করা হ’ত না । খুৎবার উদ্দেশ্য হচ্ছে উপস্থিত শ্রোতাদের লক্ষ্য করে সমসাময়িক অথবা প্রয়োজনীয় বিষয়ে তারা যে ভাষায় বুঝবে সে ভাষায় বুঝিয়ে বলা । তবে প্রথমে আল্লাহর প্রশংসা এবং তার নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করতে হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন