রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

এক ইহুদী রাসূলুল্লাহ (সাঃ) – এ মিরাজকে অস্বীকার করে


প্রশ্নঃ       কথিত আছে এক ইহুদী রাসূলুল্লাহ (সাঃ) এ মিরাজকে অস্বীকার করে । একদা সে মাছ ক্রয় করে স্ত্রীকে কুটা-বাছার জন্য বলে নদীতে গোসল করতে যায় । গোসলের জন্য নদীতে ডুব দিলে স্ত্রী লোকে পরিণত হয় । তারপর তার অন্যত্র বিবাহ হয় এবং তিনটি সন্তান হয় । কোন একদিন আবার গোসল করতে এসে নদীতে ডুব দিলে পুরুষ হয়ে যায় । সে বাড়ীতে ফিরে এসে দেখে তার স্ত্রী মাছ কুটা-বাছা তখনও করছে । সে বলে আমি তিন সন্তানের মা হয়ে আসলাম আর তুমি এখনও মাছ কুটা-বাছাই শেষ করনি । এ ঘটনা কি সত্য ?

উত্তরঃ      এ ঘটনা সত্য নয় । প্রকাশ থাকে যে , মানুষ পাপের কারণে নারীতে পরিণত হয় না । তবে শুকর বানরে পরিণত হতে পারে (সিলসিলা সহীহাহ হা/১৬০৪ , ২৬৯৯ ; আবু দাউদ , মিশকাত হা/৫১৯৯ ; বুখারী , ইবনু মাজাহ হা/৪০২০) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন