প্রশ্নঃ আমরা জানি আল্লাহ নিরাকার । কিন্তু জনৈক ভাই বলেন , আল্লাহর আকার রয়েছে । একথা কি সত্য ? তাঁর আকার কেমন ?
উত্তরঃ উক্ত ভাইয়ের কথাই সঠিক । আল্লাহর নিজস্ব আকার রয়েছে । তবে তাঁর আকার কারো সাথে তুলনীয় নয় (শূরা-১১) । আল্লাহর চেহারা , হাত , চোখ , পা ইত্যাদি অঙ্গের কথা সরাসরি পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে (রহমান-২৭ ; মায়েদাহ-৬৪ ; ত্বোয়া-হা-২০ ; ক্বলম-৪১) । আল্লাহ তায়ালা বলেন , ‘তার তুলনীয় কিছুই নেই , তিনি সর্বশ্রোতা , সর্বদ্রষ্টা (শুরা-১১) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন