শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

এভাবে জমি দান করা কি শরী‘আত সম্মত?


প্রশ্ন : মসজিদ নির্মাণের জন্য জনৈক ব্যক্তি মসজিদে জমি দান করেছেন। কিন্তু জমির দলীলের শেষে লিখা আছে, আল্লাহ না করুন যদি মসজিদ ঘরটি ভেঙ্গে যায় বা অন্যত্রে স্থানান্তরিত করা হয় তাহলে উক্ত জমি মালিকের নামে বর্তাবে। এভাবে জমি দান করা কি শরীআত সম্মত?

উত্তর: এভাবে জমি ওয়াকফ্ হবে না। ওয়াকফকারীর শুধু অভিভাকত্ব চলবে। এছাড়া আর কোন শর্ত চলবে না। বিশেষভাবে মসজিদের নামে যা ওয়াকফ্ করা হয় তা শুধু মসজিদের কাজেই ব্যয় করতে হবে। কোন মসজিদ অনাবাদ হলে বা মসজিদের সম্পদ ব্যয় করার খাত না থাকলে অন্য মসজিদে নিয়ে যেতে হবে (ফিক্হ সুন্নাহ ওয়াক্ফ অধ্যায় ৩/৩৮৫)। কাজেই ওয়াক্ফ কৃত সম্পদ মালিকের কাছে ফিরে যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন