প্রশ্নঃ হিন্দুদের সালাম দেয়া যাবে কি ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।
উত্তরঃ কোন অমুসলিম যদি সালাম দেয় তাহ’লে তার উত্তরে শুধুমাত্র ‘ওয়া‘আলাইকা’ অথবা ‘ওয়া‘আলাইকুম’ বলতে হবে (বুখারী ‘কিতাবুল ইসতিযান’ হা/৬২৫৭ , ‘কিতাবুল ইসতিতাবাতুল মুরতাদ্দীন’ হা/৬৯২৮ ; মুসলিম হা/২১৬৪ ; সহীহ আবু দাউদ হা/৫২০৬ ; সহীহ ইবনু মাজাহ হা/৩৬৯৭) ।
জবাব : হিন্দুদের বা কোন অমুসলিমকে ‘সালাম’ দেওয়া যাবে না। তবে শিষ্টাচারমূলক সম্ভাষণ করা যাবে। যেমন ‘আদাব’ ইত্যাদি। ‘সালাম’ অর্থ শান্তি। মুসলমান পরস্পরকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ হ’তে তার উপরে শান্তি বর্ষণের দো‘আ করেন। হিন্দুগণ ঈমানদার নন বিধায় তাদেরকে ইসলামী তরীকায় সালাম দেওয়া যাবে না বা ইসলামী আক্বীদা বিরোধী কোন শব্দ, বাক্য বা ইঙ্গিত করা যাবে না। যেমন ‘নমষ্কার’ করা অর্থ ‘আমি আপনার প্রতি মাথা ঝুঁকালাম। আপনি কবুল করুন’। অনুরূপভাবে ‘নমস্তে’ বলা যাবে না। যার অর্থ ‘আমি আপনার প্রতি মাথা ঝুঁকালাম’। একইভাবে কারুপ্রতি সম্মানার্থে মাথা হেঁট করা কিংবা পিঠ ঝুঁকানো যাবে না’ (বিস্তারিত দ্র: যাদুল মা‘আদ ২/৩৮৮; মাজমূ‘আ ফাতাওয়া উছায়মীন ৩/৩৩; আল-মওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ২৫/১৬৮ প্রভৃতি)।
সংশোধনী
জানুয়ারী ’১০ প্রশ্নোত্তর (১৪):জবাব : হিন্দুদের বা কোন অমুসলিমকে ‘সালাম’ দেওয়া যাবে না। তবে শিষ্টাচারমূলক সম্ভাষণ করা যাবে। যেমন ‘আদাব’ ইত্যাদি। ‘সালাম’ অর্থ শান্তি। মুসলমান পরস্পরকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ হ’তে তার উপরে শান্তি বর্ষণের দো‘আ করেন। হিন্দুগণ ঈমানদার নন বিধায় তাদেরকে ইসলামী তরীকায় সালাম দেওয়া যাবে না বা ইসলামী আক্বীদা বিরোধী কোন শব্দ, বাক্য বা ইঙ্গিত করা যাবে না। যেমন ‘নমষ্কার’ করা অর্থ ‘আমি আপনার প্রতি মাথা ঝুঁকালাম। আপনি কবুল করুন’। অনুরূপভাবে ‘নমস্তে’ বলা যাবে না। যার অর্থ ‘আমি আপনার প্রতি মাথা ঝুঁকালাম’। একইভাবে কারুপ্রতি সম্মানার্থে মাথা হেঁট করা কিংবা পিঠ ঝুঁকানো যাবে না’ (বিস্তারিত দ্র: যাদুল মা‘আদ ২/৩৮৮; মাজমূ‘আ ফাতাওয়া উছায়মীন ৩/৩৩; আল-মওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ২৫/১৬৮ প্রভৃতি)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন