শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১১

কেউ যখন রোগীর নিকট যাবে তখন সে তার কাছে দো‘আ চাইবে


প্রশ্ন : জনৈক আলেম বলেন, কেউ যখন রোগীর নিকট যাবে তখন সে তার কাছে দোআ চাইবে। কারণ তার দোআ ফেরেশতাগণের দোআর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর: উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (সিলসিলা যঈফাহ হা/১০০৪; ইবনু মাজাহ, মিশকাত হা/১৫৮৮)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন