রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

যিলহজ্জ মাসের ১ তারিখ হতে ১০ই যিলহ্জ্জ পর্য্ন্ত সিয়াম রাখা যায় কি ?


প্রশ্নঃ       যিলহজ্জ মাসের ১ তারিখ হতে ১০ই যিলহ্জ্জ পর্য্ন্ত সিয়াম রাখা যায় কি ?

উত্তরঃ      যিলহজ্জের প্রথম হতে নবম তারিখ পর্যন্ত সিয়াম পালন করা যায় । হাফসা (রাঃ) বলেন , নবী করীম (সাঃ) আশুরার সিয়াম , যিলহজ্জের প্রথম দশকের সিয়াম , প্রতি মাসে তিন দিনের সিয়াম  এবং ফজরের পূর্বে দুরাকআত সালাত ছাড়তেন না (নাসাঈ হা/২৪১৬) । রাসূলুল্লাহ (সাঃ) এর জনৈকা স্ত্রী বলেন, , নবী করীম (সাঃ) যিলহজ্জের নয়টি সিয়াম , আশুরার সিয়াম এবং প্রতি মাসে তিনটি সিয়াম  পালন করতেন (নাসাঈ হা/২৪১৭ , ২৩৭২ ; আবু দাউদ হা/২১০৬) । তবে আয়েশা (রাঃ) বলেন , আমি রাসূলুল্লাহ (সাঃ) কে যিলহজ্জের প্রথম দশকে সিয়াম পালন করতে দেখিনি । এক্ষণে উভয় হাদীসের সমন্বয় এটাই হতে পারে যে , এটি নফল ছিয়াম । অতএব রাখা যেতে পারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন