মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

কবরস্থানের উপর ঘর-বাড়ি


প্রশ্ন : কবরস্থানের উপর ঘর-বাড়ি, টয়লেট ইত্যাদি নির্মাণ করে বসবাস করা যাবে কি? কেউ এরূপ করলে তার কী ধরনের শাস্তি হবে ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।

উত্তর: কবরস্থানের উপর ঘর-বাড়ি, টয়লেট নির্মাণ করে বসবাস করা যাবে না। রাসূলুল্লাহ (ছা:) বলেছেন, তোমাদের কোন ব্যক্তির আগুনের টুকরার উপরে বসা এবং সে টুকরাটা তার কাপড়কে পুড়িয়ে তার চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া তার জন্য বেশী উত্তম হবে কবরের উপর বসার চেয়ে (মুসলিম হা/৯৭১, জানাযা অধ্যায়; মিশকাত হা/১৬৯৯)। অন্য হাদীছে রাসূল (ছা:) কবরে চুনকাম করতে, তার উপরে লিখতে, বসতে, কোন কিছু নির্মাণ করতে এবং হাটতে নিষেধ করেছেন (মুসলিম হা/৯৭০; ছহীহ্ তিরমিযী হা/১০৫২; মিশকাত হা/১৬৯৭-৯৮, ১৭০৯)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন