প্রশ্নঃ অনেক মসজিদে দেখা যায় , মুসল্লিরা মসজিদে প্রবেশ করে প্রথমে কিছু সময় বসেন । অতঃপর উঠে দু’রাক‘আত সালাত আদায় করেন । অথচ আমরা জানি যে , মসজিদে ঢুকে দু’রাক‘আত সালাত আদায় না করে বসা যায় না । কোনটা সঠিক ?
উত্তরঃ বসার পূর্বে দু’রাক‘আত তাহিয়াতুল মসজিদ আদায় না করে বসা সুন্নাত বিরোধী কাজ । এরুপ যারা করেন তারা সুন্নাত বিরোধী আমল করেন । কারণ রাসূলুল্লাহ (সাঃ) দু’রাক‘আত সালাত আদায় না করে বসতে নিষেধ করেছেন (মুত্তাফক্ব আলাইহ , মিশকাত হা/৭০৪) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন