শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১১

কোন কোন দিন সিয়াম পালন করা নিষেধ


প্রশ্নঃ       কোন কোন দিন সিয়াম পালন করা নিষেধ ? সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম পালনের ক্ষেত্রে নিষিদ্ধ দিন পড়ে গেলে করণীয় কি ?

উত্তরঃ      কোন ফরজ সিয়ামের দিন পড়ে না গেলে নফল হিসাবে নির্দিষ্ট করে শুধুমাত্র জুমআর দিবসে সিয়াম রাখা যাবে না (সহীহ আবু দাউদ হা/২৪২১ ; সহীহ তিরমিযী হা/৭৪৪) । তবে জুমআর দিনের আগে অথবা পরে মিলিয়ে যদি রাখা হয় তাহলে দোষ নেই (বুখারী কিতাবুস সাওম হা/১৯৮৫ ;মুসলিম হা/১১৪৪) । ঈদের দিন সিয়াম পালন করা নিষিদ্ধ (সহীহ আবু দাউদ হা/২৪১৬ ;সহীহ ইবনু খুজায়মাহ হা/১৭২২) । যিলহজ্জ মাসের ১১ , ১২ ও ১৩ তারিখেও সিয়াম রাখতে রাসূলুল্লাহ (সাঃ) নিষেধ করেছেন (সহীহ আবু দাউদ হা/২৪১৮) । চাঁদ উঠেছে কি উঠেনি এরুপ সন্দেহের দিনেও সিয়াম রাখা যাবে না (সহীহ আবু দাউদ হা/২৩৩৪ ; সহীহ তিরমিযী হা/৬৮৬) । সোম ও বৃহস্পতিবারে নিষিদ্ধ দিন পড়ে গেলে সেদিন সিয়াম রাখা যাবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন