প্রশ্নঃ সূরা মায়েদার ১৫ নং আয়াতে রাসূলুল্লাহ (সাঃ) কে নূর বলা হয়েছে কি ? তিনি কি নূরের তৈরি ছিলেন । দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।
উত্তরঃ তিনি নূরের তৈরি ছিলেন না ; বরং তিনি মাটির মানুষ ছিলেন । সূরা মায়েদার ১৫ নং আয়াতের শেষাংশের অনুবাদ হচ্ছে ‘তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ’ । এই আয়াতে ‘নূর’ – এর ব্যাখ্যা স্বরুপ এসেছে ‘একটি সমুজ্জ্বল গ্রন্থ’ । এখানে ‘ওয়া কিতাবুম মুবিন’ বাক্যাংশ ‘নূর’-এর উপরে ‘আত্ফ’ হয়েছে । যাকে ‘আতফে খাছ আলাল আম’ বলে । অতএব এখানে ‘নূর’ বলে ‘কিতাব’ বুঝানো হয়েছে । সুতরাং আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট নূর , অর্থ হলো সমুজ্জ্বল স্পষ্ট গ্রন্থ এসেছে (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ , ফৎওয়া নং-৫৭৮২) । আল্লাহ বলেন , (হে রাসূল !) ‘আপনি বলুন , আমি তোমাদেন মতোই একজন মানুষ , আমার নিকট এই মর্মে প্রত্যাদেশ করা হয় যে , তোমাদের উপাস্য এক ও একক’ (কাহফ-১১০) । অন্যত্র আল্লাহ বলেন , ‘আপনি বলুন , আমার প্রতিপালক মহাপবিত্র । আমি একজন মানূষ ও একজন রাসূল বৈ আর কি ? (বানী-ইসরাঈল-৯৩) । রাসূলুল্লাহ (সাঃ) নিজেও বলেন , ‘আমি তো একজন মানুষ । আমিও তোমাদের মতো ভুলে যাই । সুতরাং আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে’ (মুত্তাফক্ব আলাইহ , মিশকাত হা/১০১৬ ‘সিজদায়ে সহো’ অনুচ্ছেদ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন