প্রশ্নঃ দিগন্ত টেলিভিশনে জনৈক আলেম বলেন , ঈদের তাকবীর ১২ এবং ৬ উভয়ের পক্ষে সহীহ হাদীস আছে । সুতরাং যে কোন একটি আদায় করলেই হবে । উক্ত কথা কি সঠিক ?
উত্তরঃ ছয় শব্দটির উল্লেখ করে সহীহ , যঈফ ও জাল সনদে রাসূল (সাঃ) থেকে একটি হাদীসও দুনিয়ার কোন আলেমের পক্ষে দেখানো সম্ভব নয় । যেহেতু রাসূল (সাঃ) হতে বার তাকবীরের সহীহ হাদীস রয়েছে , সেহেতু তার বিপরীতে কোন আমল গ্রহণযোগ্য নয় । (সহীহ আবু দাউদ হা/১১৪৯ ; সহীহ তিরমিযী হা/৫৩৬) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন