প্রশ্নঃ জুম‘আর দিনে সুস্থ-সবল ইমামকে লাঠি ভর দিয়ে খুৎবা প্রদান করতে দেখা যায় । এর রহস্য কি ?
উত্তরঃ বিষয়টি সুস্থ-সবল আর বৃদ্ধ হওয়ার সাথে সম্পৃক্ত নয় । বিষয়টি শরী‘আতের সাথে সম্পৃক্ত । লাঠি নিয়ে খুৎবা দেয়া সুন্নাত (সহীহ আবু দাউদ হা/১০৯৬ , হাদীসটিকে ইবনু হাজার ও শায়খ আলবানী হাসান বলেছেন এবং ইবনুস সাকান ও ইবনু খুজায়মাহ সহীহ বলেছেন) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন