মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

এককালীন অনুদান প্রদান করা যায় কি ?


প্রশ্নঃ       পুজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপে সরকারীভাবে চাউল বিতরণ এবং এককালীন অনুদান প্রদান করা যায় কি ?

উত্তরঃ      প্রত্যেক অমুসলিম মুসলমানের কাছে পূর্ণ সদাচরন পাওয়ার হক্ব রাখে । তবে তারা তাদের পুজার কোন সুযোগ-সুবিধা মুসলমানের কাছে পাওয়ার অধিকার রাখে না । কারণ পুজার সব কিছুই শিরকী কাজ , যা সবচেয়ে বড় গোনাহ । আর শিরক হল সবচেয়ে বড় পাপ । আর পাপের সহযোগীতা করতে আল্লাহ নিষেধ করেছেন । (মায়েদা - ২) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন