শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

সর্বনিম্ন কতজন মুছল্লী হলে জুম‘আ কায়েম করা যায়?


প্রশ্ন : সর্বনিম্ন কতজন মুছল্লী হলে জুমআ কায়েম করা যায়?

উত্তর: সর্বনিম্ন দুজন অর্থাৎ ইমামের সাথে মাত্র একজন মুছল্লী থাকলে জুমআর ছালাত কায়েম করা যাবে (মিরআত ৪/৪৪৯-৫০)। কারণ জুমআর ছালাত অন্যান্য ফরয ছালাতের ন্যায় একটি ফরয ছালাত। আর ইমামের সাথে সর্বনিম্ন একজন থাকলেই জামাআতের ছওয়াব অর্জিত হয়। মূলত: সংখ্যা নির্ধারণ করার ক্ষেত্রে কোন দলীল নেই। অতএব যদি দুজন থাকেন, তাহলে একজন খুৎবা দিবেন আর অন্যজন হবেন শ্রোতা। অত:পর দুজনে জামাআত কায়েম করবেন। কাব ইবনু মালেক বলেন, সর্বপ্রথম যিনি আমাদের নিয়ে জুমআর ছালাত আদায় করেন তিনি হলেন আসআদ বিন যুরারাহ্ ...। জিজ্ঞেস করা হল, সে সময় আপনারা কতজন ছিলেন? তিনি উত্তরে বলেন, চল্লিশ জন ছিলাম (ছহীহ্ আবুদাউদ হা/১০৬৯; ইরওয়াউল গালীল হা/৬০০)। উক্ত বর্ণনায় ঐ জুমআর ছালাতে কতজন উপস্থিত ছিলেন তা বুঝানো হয়েছে। সর্বদা চল্লিশ জনই হতে হবে তা বলা হয়নি। উল্লেখ্য, চল্লি¬শ জন অথবা এর চেয়ে বেশী সংখ্যক মুছল্লী উপস্থিত হলে জুমআ, ঈদুল আযহা বা ঈদুল ফিৎর আদায় করতে হবে মর্মে জাবের (রা:) বর্ণিত আছারটি অত্যন্ত যঈফ (দারাকুৎনী, ইরওয়াউল গালীল হা/৬০৩)। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন