মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০১১

পানি থাকা অবস্থায় কুলুখ নেওয়া যাবে কি ?


প্রশ্নঃ       তালিমী বৈঠকের নামে কিছু সংখক মহিলা বাড়ীতে বাড়ীতে গিয়ে মেয়েদের বলে , পেশাব-পায়খানা করার পর ঢিলা-কুলুখ না নিলে পবিত্র হওয়া যাবে না এবং সালাতও হবে না পানি থাকা অবস্থায় কুলুখ নেওয়া যাবে কি ?

উত্তরঃ      রাসূলুল্লাহ (সাঃ) কুলুখ ও পানি একত্রে ব্যবহার করেছেন মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না তিনি কখনো কেবল পানি ব্যবহার করেছেন (মুত্তাফক্ব আলাইহ , আবু দাউদ , মিশকাত হা/৩৪২ , ৩৬০ টয়লেটের শিষ্টাচার অনুচ্ছেদ) কখনো বেজোড় সংখক কুলুখ ব্যবহার করেছেন (বুখারী হা/১৫৫-৫৬ ওযু অধ্যায় কুলুখ ব্যবহার অনুচ্ছেদ ২০ ,২১) ওযু শেষে তিনি কিছু পানি লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিতেন (আহমাদ , আবু দাউদ , মিশকাত হা/৩৬১ ,৩৬৬) এটি ছিল সন্দেহ দূর করার জন্য এর চেয়ে বেশী কিছু করা বাড়াবাড়ি মাত্র
উল্লেখ্য , ঢিলা ব্যবহার করার পর পানি নেওয়ার যে বর্ণনা প্রচলিত আছে তা ভিত্তিহীন (ইরইয়াউল গালীল হা/৪২ ; সিলসিলাহ যঈফাহ হা/১০৩১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন