প্রশ্নঃ ঈদগাহের সামনে কবর থাকলে তাতে সালাত আদায় করা যাবে কি ?
উত্তরঃ ঈদগাহের সামনে দিয়ে যদি প্রাচীর থাকে অথবা কবর যদি দূরে পৃথক জমিতে থাকে , তাহলে সালাত হবে । রাসূল (সাঃ) বলেন , ‘তোমরা কবরের উপর বসো না এবং কবরের দিকে সালাত আদায় করো না’ (মুসলিম , মিশকাত হা/১৬৯৮) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন