রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

জাহান্নামের কাজ কর্মে ১৯ জন ফেরেস্তা রয়েছে


প্রশ্নঃ       জাহান্নামের কাজ কর্মে ১৯ জন ফেরেস্তা রয়েছে । তাদের ৭০ হাজার ডান হাত ও ৭০ হাজার বাম হাত রয়েছে । প্রত্যেক হাতে ৭০ হাজার তালু আছে , প্রত্যেক তালুতে ৭০ হাজার আঙ্গুল আছে । প্রত্যেক আঙ্গুলের মাঝে ৭০ হাজার অজগর সাপ আছে । প্রত্যেক সাপের মুখে একটি করে দেশী সাপ আছে । এর দেশী সাপের দৈর্ঘ্য ৫০০ বছরের রাস্তা । প্রত্যেক সাপের মুখে একটি করে বিচ্ছু আছে । ঐ বিচ্ছু একবার কামড় দিলে ৭০ বছর জ্ঞান থাকবে না । এ হাদীসটি কি সহীহ ?

উত্তরঃ      এটি কোন হাদীস নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন