রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

জুম‘আর খুৎবা সংক্ষিপ্ত হবে আর সালাত দীর্ঘ হবে


প্রশ্নঃ       রাসূলুল্লাহ (সাঃ) বলেন , জুমআর খুৎবা সংক্ষিপ্ত হবে আর সালাত দীর্ঘ হবে । অথচ আমাদের দেশে সব মসজিদেই এ হাদীসের বিপরীত আমল দেখা যায় । বিষয়টি স্পষ্টভাবে জানতে চাই ।

উত্তরঃ      জুমআর খুৎবা সংক্ষিপ্ত হবে আর সালাত দীর্ঘ হবে এর অর্থ হল খুৎবা তার মান অনুযায়ী সংক্ষিপ্ত ও সারগর্ভ হবে আর সালাতকে তার সুন্নাত অনুযায়ী দীর্ঘ করতে হবে (বিস্তারিত দেখুন মিরআত ৪/৪৯৬ পৃঃ) । অত্র হাদীসটির ব্যাখ্যা অন্য হাদীস দ্বারা সুস্পষ্টভাবে বুঝা যায় যে , সালাত হবে মধ্যম এবং খুৎবা হবে মধ্যম (মুসলিম , মিশকাত হা/১৪০৫) । তবে খুৎবা দীর্ঘ করা সম্পর্কেও হাদীস এসেছে ( মুসলিম হা/২৮৯২ ফিতান অধ্যায় ৬ অনুচ্ছেদ ; মিরআত ৪/৪৯৬) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন