প্রশ্ন : ‘মিল্লাতা
আবীকুম ইরবাহীমা, হুয়া সাম্মাকুমুল মুসলেমীন’
আয়াতটির অর্থ কি? জনৈক টিভি আলোচক বলেন, ইব্রাহীম (আঃ) আরবদের পিতা, সকল মুসলিমের
পিতা নন। উক্ত বক্তব্য কি সঠিক?
উত্তর : مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِن قَبْلُ وَفِي هَذَا অনুবাদ : ‘তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাত (অনুসরণ কর)। (আল্লাহ) তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্বের কিতাবসমূহে এবং এই কিতাবে (কুরআনে) (হাজ্জ ২২/৭৮)। আব্দুর রহমান ইবনু যায়েদ বিন আসলাম ‘হুয়া’ সর্বনাম দ্বারা ‘ইবরাহীম’ বুঝেছেন। কিন্তু নাহ্হাস বলেন, এই কথা উম্মতের শ্রেষ্ঠ বিদ্বানদের ব্যাখ্যার বিপরীত। কেননা হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) এর অর্থ ‘আল্লাহ’ বলেছেন। এতদ্ব্যতীত মুজাহিদ, আত্বা, যাহহাক, সুদ্দী, ক্বাতাদাহ, মুক্বাতিল বিন হাইয়ান সকলে একই কথা বলেছেন। ইবনু জারীর বিস্ময় প্রকাশ করে বলেন, এটা জানা কথা যে, ইবরাহীম এই উম্মতকে কুরআনে ‘মুসলিম’ বলেননি। বরং আল্লাহ বলেছেন, পূর্বেকার কেতাব সমূহে এবং এই কিতাবে। ইবনু কাছীর বলেন, এটাই সঠিক। এখানে ‘তোমাদের পিতা’ অর্থ মুমিনদের পিতা। কেননা মুসলমানদের উপর ইবরাহীমের সম্মান সন্তানের উপর পিতার সম্মানের ন্যায় (কুরতুবী, ইবনু কাছীর)। উল্লেখ্য যে, সূরা হাজ্জ মদীনায় নাযিল হয়েছে। সেখানে মুহাজির-আনছার ও আরব-অনারব সব ধরনের মুসলমান ছিলেন। অতএব এখানে ‘কুম’ বলতে সকল মুসলিমকে বুঝানো হয়েছে।
উত্তর : مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِن قَبْلُ وَفِي هَذَا অনুবাদ : ‘তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাত (অনুসরণ কর)। (আল্লাহ) তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্বের কিতাবসমূহে এবং এই কিতাবে (কুরআনে) (হাজ্জ ২২/৭৮)। আব্দুর রহমান ইবনু যায়েদ বিন আসলাম ‘হুয়া’ সর্বনাম দ্বারা ‘ইবরাহীম’ বুঝেছেন। কিন্তু নাহ্হাস বলেন, এই কথা উম্মতের শ্রেষ্ঠ বিদ্বানদের ব্যাখ্যার বিপরীত। কেননা হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) এর অর্থ ‘আল্লাহ’ বলেছেন। এতদ্ব্যতীত মুজাহিদ, আত্বা, যাহহাক, সুদ্দী, ক্বাতাদাহ, মুক্বাতিল বিন হাইয়ান সকলে একই কথা বলেছেন। ইবনু জারীর বিস্ময় প্রকাশ করে বলেন, এটা জানা কথা যে, ইবরাহীম এই উম্মতকে কুরআনে ‘মুসলিম’ বলেননি। বরং আল্লাহ বলেছেন, পূর্বেকার কেতাব সমূহে এবং এই কিতাবে। ইবনু কাছীর বলেন, এটাই সঠিক। এখানে ‘তোমাদের পিতা’ অর্থ মুমিনদের পিতা। কেননা মুসলমানদের উপর ইবরাহীমের সম্মান সন্তানের উপর পিতার সম্মানের ন্যায় (কুরতুবী, ইবনু কাছীর)। উল্লেখ্য যে, সূরা হাজ্জ মদীনায় নাযিল হয়েছে। সেখানে মুহাজির-আনছার ও আরব-অনারব সব ধরনের মুসলমান ছিলেন। অতএব এখানে ‘কুম’ বলতে সকল মুসলিমকে বুঝানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন