মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

যে ব্যক্তি রোযাদারকে পানি পান করাবে তাকে আল্লাহ হাউয কাওছারের


প্রশ্ন  : যে ব্যক্তি রোযাদারকে পানি পান করাবে তাকে আল্লাহ হাউয কাওছারের পানি পান করাবেন এবং যে ব্যক্তি রোযাদারকে ইফতার করাবে আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দিবেন আর জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। উক্ত হাদীছদ্বয়ের সনদ সম্পর্কে জানতে চাই।
 
উত্তর : রোযাদার কে পানি পান করালে আল্লাহ তা
আলা গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন মর্মে হাদীছটি ইমাম বায়হাক্বী বর্ণনা করেছেন। তবে হাদীছটি যঈফ (মিশকাত হা/১৯৬৫; সিলসিলা যঈফা হা/৮৭১)। কিন্ত রোযাদারকে পানি পান করালে হাউয কাওছারের পানি পান করাবেন মর্মে কোন দলীল পাওয়া যায়না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন