প্রশ্নঃ জনৈক আলেম বলেন , হানাফী , শাফেয়ী , মালেকী আহলে হাদীস বলে কাউকে পরিচয় দেওয়া উচিত নয় ; বরং সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে । উক্ত দাবী কি সঠিক ?
উত্তরঃ সবাই মুসলিম বলে পরিচয় দিলে কোন সমস্যা নেই । দাওয়াতী ক্ষেত্রে এটি বেশ কার্যকরী । কিন্তু যেহেতু মাযহাবী পরিচয় দিয়ে বহু বিদ‘আদকে সমাজে চালু রাখা হয়েছে । সেহেতু সহীহ হাদীসের অনুসারী হিসেবে ‘আহলুল হাদীস’ নামটি বৈশিষ্ট্যগত পরিচিতি হিসাবে বলা হয়ে থাকে । কারণ আহলুল হাদীস মুসলিমগণই হচ্ছেন একমাত্র হক্বপন্থী দল । ক্বিয়ামত পর্যন্ত একটি দল হক্বের উপরে দৃঢ় থাকবে মর্মে যে সকল সহীহ হাদীস বর্ণিত হয়েছে (সহীহ মুসলিম হা/১৯২০ , সহীহ তিরমিযী হা/২২২৯) সে দল সম্পর্কে মুহাদ্দিছগণের বক্তব্য হলো – তারা হলেন ‘আহলুল হাদীস’ ।
উক্ত হক্বপন্থী দল কোনটি এর ব্যাখ্যায় ইয়াযীদ ইবনু হারুন বলেন , তারা যদি আহলুল হাদীস গণ না হন তাহলে আমি জানি না তারা কারা । ইমাম আহমাদ ইবনু হাম্বলও একই কথা বলেছেন । আব্দুল্লাহ ইবনু মুবারাক বলেন , আমার নিকট এ হক্বপন্থী দলটি হচ্ছে আহলুল হাদীস । উক্ত হাদীছের ব্যাখ্যায় আলী ইবনুল মাদীনী ও ইমাম বুখারী একই কথা বলেন । (দ্রঃ সিলসিলাহ সহীহাহ হা/২৭০-এর ব্যাখ্যা) । অতএব যারাই সহীহ দলীল ভিত্তিক নিজেদের সার্বিক জীবন পরিচালনা করে তারাই আহলে হাদীস । এটি বিদ’আতীদের থেকে পৃথক বৈশিষ্ট্যগত স্বাতন্ত্রের পরিচয় মাত্র । যেমন কুরআনে মুহাজির ও আনছারদের স্ব স্ব বৈশিষ্ট্যগত নামে প্রশংসা করা হয়েছে (তওবা - ১০০) । যদিও তারা উভয় দলই ‘মুসলিম’ ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন