প্রশ্নঃ : জনৈক আলেম বলেন, মুতার যুদ্ধে
আবূবকর (রাঃ) তাঁর সমস্ত সম্পদ দান করার কারণে তার স্ত্রী খেজুর পাতার পোষাক পরেছিলেন।
তার সম্মানে আসমান যমীনের সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোষাক পরেছিলেন। উক্ত ঘটনা কি
সত্য?
উত্তর : উক্ত
ঘটনা ভিত্তিহীন, বানোয়াট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন