বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

প্রাইজ বন্ড কেনা যাবে কি? এর পুরস্কার গ্রহণ করা কি বৈধ?

প্রশ্ন  : প্রাইজ বন্ড কেনা যাবে কি? এর পুরস্কার গ্রহণ করা কি বৈধ?
 
উত্তর : প্রাইজ বন্ড কেনা যাবে না।
যদি লাইগা যায় এই রঙিন আশায় এটা ক্রয় করা হয়। অতএব এটা স্পষ্ট জুয়া। আল্লাহ বলেন, হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তির বেদী ও শুভ-অশুভ নির্ণয়ের তীর গর্হিত বস্ত্ত ও শয়তানী কাজ। অতএব তোমরা এসব থেকে বিরত থাক। যাতে তোমরা সফলকাম হতে পার (মায়েদাহ ৫/৯০)

1 টি মন্তব্য:

  1. প্রাইজ বন্ডে তো মূলধন অক্ষত থাকে এবং নিজের টাকা হারানোর কোনো আশংকা নেই। বরং ভাগ্যে থাকলে পুরুস্কার পাওয়া যেতে পারে। তাহলে এটা তো লটারীর মত নই। কারণ লটারীর ক্ষেত্রে নিজের আসল টাকা পাওয়া না পাওয়ার প্রশ্ন থাকে।
    সুতরাং এদিকে বিবেচনা করে এর হুকুম ভিন্ন হওয়ার কথা নয়?

    উত্তরমুছুন