প্রশ্নঃ মাগরীব সালাতে মাসবুক মুছল্লি ইমামকে তাশাহহুদ অবস্থায় পেলে সে কি করবে ? একই সালাতে দুই বারের বেশী তাশাহহুদ পড়া যাবে কি ?
উত্তরঃ শুধু মাগরীব নয় যে কোন সালাতে মাসবুক মুছল্লি ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় সালাতে শরীক হবে এবং যা ছুটে যাবে তা পূর্ণ করবে (বুখরী হা/৬৩৬ ; মুসলিম হা/৬০২) ।দু’রাকা‘আত সালাত আদায় করে তাশাহহুদ পড়তে হয় । অতএব শেষ তাশাহহুদ পাওয়ার কারণে মাসবুকের তিনটি তাশাহহুদ হয়ে যাবে । এতে সালাতের কোন ক্ষতি হবেনা । বরং সে সালাতে যোগদানের নেকী পাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন