প্রশ্নঃ আল্লাহ তায়ালা প্রত্যেক হিজরী শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন । যিনি দ্বীনের সংস্কার করবেন (আবু দাউদ) । হাদীসটি কি সহীহ ? বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে ?
উত্তরঃ হাদীসটি সহীহ (আবু দাউদ হা/৪২৯১ ; মিশকাত হা/২৪৭ ‘ইলম’ অধ্যায়) । বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে হবেন বা হয়েছেন , তা এখনও স্পষ্ট নয় । আল্লাহ তায়ালাই ভাল জানেন । তবে বিগত শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে শায়খ আলবানীকে ধরা হয়ে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন