মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

মৃত ব্যক্তি বা প্রিয় নবী ( ছাঃ ) এর নামে নফল নামায পড়া শুধু জায়েযই নয়

প্রশ্নঃ        ঢাকার একটি পুরাতন মাসিক ইসলামী পত্রিকার অক্টোবর ২০১০ সংখ্যায় প্রশ্নোত্তরে বলা হয়েছে , মৃত ব্যক্তি বা প্রিয় নবী ( ছাঃ ) এর নামে নফল নামায পড়া শুধু জায়েযই নয় , বরং অনেক ভালো কাজ উক্ত বক্তব্য কি সঠিক ?

উত্তরঃ       উক্ত বক্তব্য সঠিক নয় কারণ কেউ কারু জন্য সালাত আদায় করতে পারে না ইবনু ওমর ( রাঃ ) বলেন , কেউ কারো পক্ষ থেকে সিয়াম পালন করতে পারে না এবং কেউ কারো পক্ষ থেকে সালাত আদায় করতে পারে না ( মুওয়াত্তা , মিশকাত হা/২০৩৫ ) তবে মানতের সিয়াম একজন অন্য জনের পক্ষ থেকে পালন করতে পারে ( ইবনু মাজাহ হা/১৭৫৮ ; বায়হাক্বী /২৫৫ )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন