প্রশ্নঃ সূরা তওবার ৭৫ ও ৭৬ নং আয়াতদ্বয় কোন ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে ?
উত্তরঃ অনুবাদঃ- ‘আর তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে , যারা আল্লাহর নিকট ওয়াদা করে যে , আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ করেন , তবে আমরা দান-খয়রাত করব ও নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব’ ( তওবা-৭৫ ) । ‘অতপর যখন আল্লাহ তাদেরকে অনুগ্রহ করলেন , তখন তারা তাতে কার্পণ্য করতে লাগলো এবং হঠকারিতার সাথে বিমুখতা অবলম্বন করল’ ( তওবা-৭৬) । উক্ত আয়াতের শানে নুযুল প্রসঙ্গে বলা হয় যে , ছালাবা (রাঃ) –এর ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাযিল হয়েছে । ইবনু কাছীর (রহঃ) উক্ত ঘটনাটি বর্ননা করেছেন কোনরুপ মন্তব্য ছাড়াই । প্রকৃত প্রস্তাবে উক্ত ঘটনা সঠিক নয় । ইমাম কুরতুবী সহ অন্যান্য বহু মুফাসসির এই ঘটনা সঠিক নয় বলে মন্তব্য করেছেন । ( তাফসীরে কুরতুবী ৮/২১১ পৃঃ , উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রঃ ; আলবানী , সিলসিলাহ যঈফাহ হা/১৬০৭) । তাছাড়া ঐ নামে দু’জন ব্যক্তি ছিলেন । একজন বদরী সাহাবী , যিনি ওহোদ যুদ্ধে শহীদ হন । তার নামে উক্ত কৃপণতা ও রাসূলের অবাধ্যতার ঘটনা ডাহা মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই নয় । অন্য জনের নামে হলে সেটার সূত্র অত্যন্ত যঈফ । যদিও ইবনু জারীর ও ইবনু কাছীর স্ব-স্ব তাফসীরে ঘটনাটি উল্লেখ করেছেন । ( তাফসীরে এবনু কাছীর , উক্ত আয়াতের টীকা দ্রষ্টব্য) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন