প্রশ্নঃ কোন বিষয়ে আল্লাহর কাছে বিচার দেওয়ার পর পুনরায় সে বিষয়ে মানুষের কাছে বিচার চাওয়া যাবে কি ?
উত্তরঃ এমতাবস্থায় অন্যের কাছে বিচার না চাওয়াই ভালো । কারণ যারা সঠিক পথে তাদের পক্ষ থেকে ফেরেস্তারা প্রতিবাদ করেন । আর সঠিক পথের ব্যক্তি যদি প্রতিবাদ করতে যায় তাহ’লে ফেরেস্তারা সরে যান (আহমাদ , মিশকাত হা/৫১০২ ; সনদ সহীহ , সিলসিলাহ সহীহাহ হা/২২৩১) । অন্য হাদীসে এসেছে , আবু হুরায়রা (রাঃ) বলেন , একজন লোক বলল , হে আল্লাহর রাসূল (সাঃ) ! আমার কিছু প্রতিবেশী রয়েছে । আমি তাদের সাথে সদাচরণ করি । কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে । আমি তাদের সাথে ভাল আচরণ করি । কিন্তু তারা আমার সাথে মন্দ আচরণ করে । আমি তাদের সাথে নরম ও ধৈর্য্ শীল হতে চাই । কিন্তু তারা আমার সাথে রুক্ষতা প্রকাশ করে । জবাবে নবী করীম (সাঃ) বলেন , তুমি যেমন বলছ বিষয়টি যদি এমন হয় , তাহ’লে তুমি তাদের মুখে ছাই নিক্ষেপ করছ । আর সর্বদা আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তোমার জন্য সহযোগী থাকবে তুমি যতদিন এ নীতি অবলম্বন করবে (মুসলিম , মিশকাত হা/৪৯২৪) । তবে জীবন ঝুঁকিপূর্ণ হলে সক্ষম অবস্থায় অন্যায়ের প্রতিরোধ করবে (মুসলিম , মিশকাত হা/১৫৭;৫১৩৭) । অন্যথায় পূর্বোক্ত নীতি অবলম্বন করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন