প্রশ্নঃ সম্প্রতি ইরানী মেয়েরা বাংলাদেশে এসে হিজাব পরে ফুটবল খেলে গেল । মেয়েদের জন্য এই খেলা কি বৈধ ?
উত্তরঃ নারীদের জন্য এসব খেলা সর্বাবস্থায় হারাম । এসব খেলা নারীদের স্বাস্থ্য , স্বভাব ও মর্যাদার বিরোধী । আল্লাহ তাদেরকে বাড়ীতে থাকার নির্দেশ দান করেছেন ( আহযাব – ৩৩ ) । তিনি বলেন , মেয়েরা যেন এমনভাবে পা না ফেলে , যা তাদের গোপন সৌন্দর্য অন্যকে জানিয়ে দেয় ( নূর - ৩১) । পর পুরুষের সামনে মেয়েদের খেলা-ধুলা , নাচ-গান ও শারীরিক কসরৎ সবই আল্লাহর উক্ত আদেশের বিরোধী । যা কেবল হিজাব পরলেই দূর হয় না । অতএব এসব থেকে আল্লাহভীরু মেয়েদের দূরে থাকতে হবে । এর পরেও যখন তা টিভিতে বিশ্বব্যাপী প্রচারিত হয় , তাতে পাপের পরিমাণ আরও বৃদ্ধি পায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন